শিরোনাম
◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ৫মিনিটের ব্যবধানে এক ব্যাক্তিকে দুইবার টিকা প্রদান

আব্দুম মুনিব: [২] জেলার খোকসা উপজেলা কোভিড-১৯ টিকা কেন্দ্রে একই ব্যক্তিকে দুইবার টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

[৩] একদিনে ২ ডোজ টিকা নেয়া ওই ব্যক্তি বুজরুখ মির্জাপুর গ্রামের বাশারুজ্জামান (৩৮)।

[৪] তিনি টিকার কার্ড নিয়ে নির্ধারিত কক্ষে টিকা নিতে গেলে কর্তব্যরত নার্স তাকে টিকা দেন। এর কিছুক্ষণ পরেই তাকে ডেকে আবার টিকা দেওয়া হয়। এ ব্যাপারে টিকা গ্রহণকারী বাসারুজ্জামান বলেন, আমি টিকা কয়বার নিতে হয় জানিনা। আমি একবার টিকা নিয়ে এখানেই দাঁড়িয়ে ছিলাম। দুই/চার মিনিট পরে আবার আমাকে টিকা দেয়া হয়। তখন আমি নার্সকে প্রশ্ন করি, আপা একবারেই কি দুই ডোজ টিকা নিতে হয়?

[৪] নার্স তখন বলেন, না একবার এক ডোজ। তখন আমি বললাম তাহলে আমাকে দুই বার দিলেন কেন? তখন তিনি বলেন, আপনি টিকা নিয়েছেন বলেননি কেন? এটা আপনার ভুল।

[৫] এ ব্যাপারে কর্তব্যরত নার্স বলেন, এটা একটা ভুল হয়েছে। উনি একবার নিয়েছেন, কিন্তু সেটা আমাকে বলেনি। টিকা প্রদানের ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

[৬] এ বিষয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান মারুফ বলেন, টিকা নেওয়ার আগে কেন ওই ব্যক্তি বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকাগ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তার শারীরিক খোঁজখবর রাখা হবে বলে তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়