মোঃ ইউসুফ মিয়া : [২] ডিবি পুলিশের অভিযানে জেলা সুপার এম এম শাকিলুজ্জামান মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করাসহ অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ীর ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়।
[৩] এসময় ২জন আসামিসহ বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করেছে।
[৩] বৃহস্পতিবার দিবাগতরাত ৩টায় জেলার কালুখালি উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে এস,আই নিজাম উদ্দিন মোল্লা, এসআই জাহাঙ্গীর মাতুতবর, এএসআই সামাদ মোল্লা, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে মোহনপুর বাজারের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার মোড় হইতে আসামী কুষ্টিয়া জেলার ১০নং ওয়ার্ডের মিলপাড়া এলাকার মোঃ তোফাজ্জেল শেখের ছেলে ফজলু শেখ(৪৩)কে গ্রেফতার করে তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল ৫ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
[৪] পরবর্তীতে উক্ত আসামির দেওয়া তথ্য মোতাবেক ডিবি’র একটি টিম জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এর পার্শ্বে মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে একই দিনে ২৯ জুলাই বিকেল ৬টায় সময় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জাহাঙ্গীর শেখ(৩৫), পিতা-মৃত জনাব আলী শেখ, সাং-৪ নং ওয়ার্ড, নূরু মন্ডলের পাড়া ক্যানাল ঘাট গোয়ালন্দঘাট থানাকে গ্রেফতার করে।
[৫] এসময় আসামির নিকট থেকে ১টি এল, জি,ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় তাহাদের সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রাজবাড়ী জেলাসহ আশে-পাশের জেলায় চাঁদাবাজী, ডাকাতি, দস্যুতা ও খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছে বলে জানায়।
[৬] অস্ত্র উদ্ধারের ঘটনায় কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে ।