শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে কেউ যায় নামাজে, চোর যায় চুরি করতে (ভিডিও)

রাশিদ রিয়াজ : কত নিকৃষ্ট ভাগ্য! মানুষ নামাজ পড়ছে আর সেখানে এসব চোরদের চুরি করতে যেতে হয়। বেঁচে থাকার আর কোনো পথ অবলম্বন করার ইচ্ছেও তাদের নেই। সমাজে এমন অনেক মানুষ আছে যারা ভালো সেজে মানুষের সব কেড়ে নেয়। যা না দেখলে বিশ্বাস করা যায় না। ফেসবুক থেকে সংগৃহীত

হাইকোর্ট মাজার মসজিদে চুরি : চোর ধরতে ভিডিও প্রকাশ

ঢাকার হাইকোর্ট মাজার মসজিদে চুরি ঘটনায় চোর ধরতে ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি চোর ধরায় নাগরিকদের সাহায্য কামনা করেছে। ভিডিও ফুটেজে এক ব্যক্তিকে দেখা যায় তালা ভাঙার জন্য এক হাতে ছিল আঁকশির মতো একটা কিছু, অন্য হাতে হালকা কমলা রঙের একটা কাপড়। প্রথমে একটি সিন্দুক ভেঙে লাল রঙের পোঁটলা বের করেন, পরে খোলেন আরেকটি সিন্দুক।

মাজারের ১১টি সিন্দুক থেকে চুরি হলেও ভিডিওতে সবগুলো সিন্দুক খোলার ছবি নেই। ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে বেশ সময় নিয়ে কলাপসিবল গেটের তালাও খুলে ফেলেন ওই ব্যক্তি। কলাপসিবল গেট বন্ধ করে দিয়ে থলে নিয়ে ফিরে যান।

এই ব্যক্তি সম্পর্কে কোনও তথ্য পেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ০১৭১৩-৩৭৩১২৫ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনছুর আহম্মেদকে ০১৭২১-৪৭১৪৬১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০১৮ রাত ১১.০০ টা হতে ২৩ ডিসেম্বর ২০১৮ রাত ০১.০০ টার মধ্যে হাইকোর্ট-সুপ্রিমকোর্ট মাজার মসজিদের দানবাক্সের সিন্ধুকের তালা ভেঙে বিভিন্ন দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও মোটা অংকের নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় ২৩ ডিসেম্বর ২০১৮ শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।

মামলার নথিতে বলা হয়, খোয়া যাওয়া বিদেশি টাকার পরিমাণ ৪৯,০৫,৫৫৭, নগদ টাকা ৬,১২,১০৪ ও ১,৭৫, ০০০ টাকা মূল্যমানের সাড়ে তিন ভরি স্বর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়