রাকিবুল আবির: [২] আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। বিধ্বস্ত হয়েছে বহু ঘর-বাড়ি। বিবিসি
[৩] অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থার প্রতিবেদনে তালেবান জানায়, এই দুর্যোগে মৃতের সংখ্যা অন্তত ১৫০ জন। তবে স্থানীয়দের মতে এই সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।
[৪] তালেবানরা জানিয়েছে, উদ্ধার কাজের জন্য তারা নিজস্ব একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে। এছাড়াও তারা ৬২ হাজার ডলারের ত্রাণ প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে। তবে এধরনের উদ্ধার কাজ পরিচালনায় তাদের দক্ষতা কতটুকু তা স্পষ্ট নয়।
[৫] অঞ্চলটিতে তালেবানদের সঙ্গে সরকারের যুদ্ধের কারণে সরকারি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। তবে উদ্ধারকারী দলের ঐ অঞ্চলে প্রবেশের অনুমতির জন্য আলোচনা চলছে দুপক্ষের। তাই সঠিক সময়ে ঘটনাস্থলে অভিযান চালানো অসম্ভব হয়ে পড়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী