শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন বাস্তবায়নে জীবননগরে মেয়র ও কাউন্সিলররা মাঠে

জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জেলার বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত ব্যস্ততম জীবননগর বাজারে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি পৌরসভার মেয়র ও কাউন্সিলরা মাঠে নেমেছেন।

[৩] ‘নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের নির্দেশনায় শুক্রবার (৩০ জুলাই) সকালে পৌর মেয়র রফিকুল ইসলাম ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জীবননগর শহরের প্রাণকেন্দ্র জীবননগর বাসস্ট্যান্ডার্ডসহ বাজারের অলিগতিতে ঘুরে ঘুরে শহরে বিনা প্রয়োজনে না আসাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

[৪] এসময় তারা করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে সরকারি বিধিনিষেধ মানতে আহ্বান জানান।

[৫] জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, সরকার জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করতেই লকডাউন দিয়েছে। সবার সাময়িক কষ্ট হবে কিন্তু সংক্রমণ রোধে লকডাউনের বিকল্প পথ নেই। আগে বাঁচতে হবে, তাই প্রত্যক সচেতন নাগরিকের উচিত সাধারণ মানুষকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

[৬] এদিকে লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে তৎপর দেখা গেছে।

[৭] জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জনগণ বিনা কারণে যাতে বের না হয় এ ব্যপারে আমরা কঠোর, মাস্ক ছাড়া কাউকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়