শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ৫ হাজারের অধিক পুকুর ও জলাশয়ে মাছ উৎপাদন

শাহাদাত হোসেন: [২] রাউজান উপজেলার ১৪টি ইউনিয় ও পৌরসভার মধ্যে বড় -ছোট ৫ হাজার ১’শ ৩টি দিঘি, পুকুর ও জলাশয় রয়েছে। এগুলো দিঘিতে মাছ চাষে ভাগ্য পরিবর্তন হয়েছে মানুষের। মৎস্য বিভাগ থেকে সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়েছেন মৎস্য অফিসার।

[৩] উপজেলায় বড় -ছোট দিঘিগুলো উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃকবানপুর দিঘি, ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া ধর বাড়ী দিঘি, কলমপতি দাশ বাড়ী দিঘি, ভৈরব সওদাগর দিঘি,নোয়াজিষপুর ইউনিয়নের ঈশা খাঁ দিঘি, নদীম দিঘি, গহিরা ইউনিয়নের কোতয়ালী ঘোনা এলাকায় সুলতান নশরত বাদশা দিঘি, দলই নগর দিঘি, দৌলত দিঘি, রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় রায়মুকুট নন্দী দিঘি, চিকদাইর ইউনিয়নে মহইত্যার বাপের দিঘি, দক্ষিন সর্তা গোলাম মহাজনের দিঘি, হেদু মিয়া চৌধুরী দিঘি, সাহেব বিবি দিঘি, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে ফতেহ আলী চৌধুরী দিঘি, লস্কর উজির দিঘি, পাহাড়তলী ইউনিয়নের মহামুনি দিঘি, পূর্ব গুজরা ইউনিয়নের মহাজন দিঘি, পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই জলপাইন্যা দিঘি, নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া কর্তার দিঘি, রাজার দিঘি। বড় বড় দিঘিগুলোতে করা হচ্ছে মাছ চাষ।

[৪] প্রতি বৎসর রাউজানের এসব দিঘি থেকে ১ হাজার মেট্রিক টনের বেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। দিঘিতে মাছ চাষ করে অনেক ব্যক্তি ফিরে পেয়েছে সমৃদ্ধশালী জীবন। দিঘিতে মাছ চাষে শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। দিঘিতে উৎপাদিত মাছ বিক্রয় করে অনেক মাছ ব্যবসায়ী।

[৫] কয়েকজন মাছচাষী বলেন, একসময়ে মাছ চাষে লাভবান হলে ও বর্তমানে মাছের খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মাছ চাষে লাভ হচ্ছে কম। দিঘির মাছ চাষ থেকে উৎপাদিত মাছ রাউজানের মাছের চাহিদা পূরন করার পাশাপাশি চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাছের আড়তে নিয়ে যাওয়া হয় মাছের আড়তদারীরা ।

[৬] রাউজানের নেয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার বলেন, নোয়াজিষপুর ঈশা খাঁ, নদীম পুর দিঘি থেকে প্রতি বছর ১’শ ৫০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়।

[৭] মাছচাষী নোয়াজিষপুরের নদীম পুর এলাকা বাসিন্দা বখতেয়ার বলেন, নোয়াজিষপুর ঈশাখাঁ, নদীম পুর দিঘি, গহিরা কোতয়ালী ঘোনা নশরত বাদশা দিঘি থেকে প্রতি বছর ২’শ ৫০ মেটিক টন মাছ উৎপাদিত হয়।

[৮] রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর বলেন, রাউজানে দিঘি’সহ ছোট বড় ৫ হাজার ১০৩টি পুকুর ও জলাশয় রয়েছে। রাউজানে দিঘি সহ ছোট বড় ৫ হাজার ১০৩টি পুকুর জলাশয় থেকে প্রতি বছল ৫ হাজার ৭০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। রাউজানে দিঘি ও পুকুরে মাছ চাষীদেরকে উপজেলা মৎস্য বিভাগ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়