শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লজ্জার হারে লঙ্কানদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি, রহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদাজাসহ মূল দল যখন ইংল্যান্ড অবস্থান করছে ঠিক একই সময় লঙ্কা সফরে আরেকটি দল পাঠিয়ে আলোচনায় আসে ভারত। শিখর ধাওয়ান নেতৃত্বাধীন দলটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রান তুলে ভারত। যা টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

কলম্বোতে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল (১৪.৩ ওভার) বাকি রেখে ৩ উইকেট হারিয়ে ৮২ রান তুলে নেয় লঙ্কানরা।

১৮ বলে ১২ রান তুলেন আবিষ্কা ফার্নান্দো। ২৭ বলে ১৮ রান আসে মিনোদ ভানুকার ব্যাট থেকে।

১৩ বলে ৬ রান তুলে বিদায় নেন সাদিরা সমরবিক্রমা।

২০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয় ডি সিলভা। তার সঙ্গে ৯ বলে ১৪ রান করে ক্রিজে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে হাসারাঙ্গার ঘূর্ণিতে পাত্তাই পায়নি ভারতের ব্যাটসম্যাসরা। অধিনায়কসহ তিন ব্যাটসম্যান রানের খাতা না খুলেই বিদায় নেন।

২৮ বলে সর্বোচ্চ ২৩ রান করেন কুলদীপ জাদব। ৩২ বলে ১৬ রান তুলেন ভুবনেশ্বর কুমার। ১০ বলে ১৪ রান আসে ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। এছাড়া কেউই দুই অংক অতিক্রম করতে পারেননি।

লঙ্কানদের হয়ে ৪ ওভারে ৯ রান দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার চার উইকেট তুলে নেন। দাসুন শানাকা দুটি উইকেট শিকার করেন করেন। দুসমান্থা চামিরা ও রমেশ মেন্ডিস একটি করে উইকেট আদায় করেছেন।

নিজের ২৪তম জন্মদিনে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন হাসারাঙ্গা।

এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় তুলে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। অন্যদিকে তিন ম্যাচেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় সফরকারী ভারত।

ভারত একাদশ

শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), নীতীশ রানা, ভুবেশ্বর কুমার, চেতন সাকারিয়া, কুলদীপ জাদব, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার ও সন্দীপ ওয়ারিয়র।

শ্রীলঙ্কা একাদশ

আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটরক্ষক), সাদিরা সমরবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, রমেশ মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুসমান্থা চামিরা ও আকিলা ধনঞ্জয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়