স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশী চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) আটককৃতকে মাদক আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে। আটকৃতের নাম পবন রাজ ভল্লব (২৬) সে টিপরাছড়া চা বাগানের রেনু রাজ ভল্লব এর পুত্র।
[৪] শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশনায় এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মিজানুর রহমান ও কনস্টেবল মোশারফ হেসেন টিপরাছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশী চোলাই মদ সহ পবন রাজ ভল্লবকে আটক করে।
[৫] অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যারের নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে, মাদক কারবারি, মাদকসেবী ও যে কোনো ধরণের মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।