শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেল্টা সংক্রমণ বৃদ্ধিতে টুইটার সদর দপ্তর ফের বন্ধ

রাশিদ রিয়াজ : সদর দপ্তর বন্ধের সঙ্গে সঙ্গে পুনরায় ব্যবসা চালুর সকল পরিকল্পনাও আপাতত স্থগিত করেছে টুইটার। অথচ গত দুই সপ্তাহ আগে টুইটারের সদর দপ্তরে ফের স্টাফরা আসতে শুরু করেছিল। বুধবার সংস্থাটি জানিয়েছে, তাদের লোকবল ব্যক্তিগত কাজ পুনরুদ্ধার করার জন্য যখন সংগ্রাম করছেন যখন করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ফের সংক্রমণ ঘটাচ্ছে। অবশ্য এত কিছুর পরও দ্বিতীয় ত্রৈমাসিকে বিপুল লাভের বিষয় ঘোষণা করতে যাচ্ছে টুইটার। সানফ্রান্সিসকোতে টুইটারের সদরদপ্তর বন্ধের পাশাপাশি নিউ ইয়র্কের অফিসও বন্ধ করে দেওয়া হচ্ছে শিগগির। ফোর্বসকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান টুইটারের মুখপাত্র।

টুইটার বলছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনসন বা সিডিসি নতুন এক গাইডলাইনে মার্কিন নাগরিকদের বলেছে টিকা দেওয়ার পাশাপাশি ঘরে বা জনসমাগম হয় এমন স্থানে মাস্ক পড়তে। ১৬ দিন আগে সানফ্রান্সিসকো ও নিউ ইয়র্কের অফিস খুলে দিয়েছিল টুইটার। এর আগে এক বছরের বেশি সময় বাধ্যতামূলক কর্মীদের ঘর থেকে কাজ করতে হয়। টুইটারের সিএফও নেড সিগাল গত মধ্য জুলাইয়ে টুইট করে জানান তারা সব কর্মীকে অফিসে ফিরে আসতে বলেননি। টুইটার তার সকল কর্মীকে টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলে দিয়েছে। কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর ডিসেম্বর পর্যন্ত টুইটারে সাড়ে ৫ হাজার লোবল কাজ করত। তবে কতসংখ্যক লোকবল সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্ক অফিসে কাজ করছেন তা উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সব রাজ্যেই করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্টের নতুন বিস্তার এবং টিকা দিতে মার্কিন নাগরিকদের অপরাগতা বিশেষজ্ঞদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এর ফলে অনেক মার্কিন কোম্পানি পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু করার কথা ভাবলেও থমকে দাঁড়িয়েছে। কোম্পানিগুলোর কর্মকর্তারা এও মনে করছেন টিকা দেওয়াটাই সবচেয়ে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করতে পারে। ফেসবুক, গুগল, মরগ্যান স্ট্যানলির মত কোম্পানির লোকবলকে বলা হয়েছে টিকা দেওয়ার পরই তাদের কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় টিকা দেওয়া ছাড়াও কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান বা ফেডারেল গভর্নমেন্টের জন্যে একই শর্ত বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়