শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কুড়িল বিশ্বরোডে দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

মোস্তাফিজুর রহমান:[২] বুধবার (২৮ জুলাই) রাত নয় টায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম বিপুল বিশ্বাস (২৫) পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশ টায় মৃত ঘোষণা করেন।

[৩] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে অবিহিত করা হয়েছে।

[৪] উদ্ধারকারী পথচারী মটরসাইকেল চালক আনিসুর রহমান সজীব জানিয়েছেন, বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখতে পেয়েছেন। একটি প্রাইভেটকার এক যায়গায়ই একাধিকবার চক্কর খেয়ে মহাখালীর দিকে দ্রুত চলে যায়। পাশে পরে ছিল একটি বাই সাইকেল ও লোকটি পরে ছিল। পরে কয়েক জন পথচারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত বলে জানান।

[৫] নিহতের মুঠোফোনের মাধ্যমে তার ভাই দিলিপ চন্দ্র বিশ্বাস এর সাথে কথা বলে জানাগেছে , বিপুল বনানী'র (মেডিসিন মার্ট) নামে একটি ঔষধ ফার্মেসী দোকানে কাজ করেন।

[৬] তিনি বলেন, সকালে বাইসাইকেল নিয়ে বিমানবন্দরে বাসা থেকে বনানী কর্মস্থলে যান, আবার রাতে সাইকেল নিয়ে বাসায় ফিরে। রাতে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

[৭] মৃত বিপুল বিশ্বাস গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তৈলাদি গ্রামের মরাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

[৮] বর্তমানে বিমানবন্দর র‍্যাব হেডকোয়ার্টার এর পাশে বড় ভাই দিলীপ চন্দ্র বিশ্বাস সহ একটি বাসায় ভাড়া থাকতো।
পাঁচ ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়