শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কুড়িল বিশ্বরোডে দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

মোস্তাফিজুর রহমান:[২] বুধবার (২৮ জুলাই) রাত নয় টায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম বিপুল বিশ্বাস (২৫) পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশ টায় মৃত ঘোষণা করেন।

[৩] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে অবিহিত করা হয়েছে।

[৪] উদ্ধারকারী পথচারী মটরসাইকেল চালক আনিসুর রহমান সজীব জানিয়েছেন, বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখতে পেয়েছেন। একটি প্রাইভেটকার এক যায়গায়ই একাধিকবার চক্কর খেয়ে মহাখালীর দিকে দ্রুত চলে যায়। পাশে পরে ছিল একটি বাই সাইকেল ও লোকটি পরে ছিল। পরে কয়েক জন পথচারীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত বলে জানান।

[৫] নিহতের মুঠোফোনের মাধ্যমে তার ভাই দিলিপ চন্দ্র বিশ্বাস এর সাথে কথা বলে জানাগেছে , বিপুল বনানী'র (মেডিসিন মার্ট) নামে একটি ঔষধ ফার্মেসী দোকানে কাজ করেন।

[৬] তিনি বলেন, সকালে বাইসাইকেল নিয়ে বিমানবন্দরে বাসা থেকে বনানী কর্মস্থলে যান, আবার রাতে সাইকেল নিয়ে বাসায় ফিরে। রাতে খবর পাই সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

[৭] মৃত বিপুল বিশ্বাস গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তৈলাদি গ্রামের মরাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

[৮] বর্তমানে বিমানবন্দর র‍্যাব হেডকোয়ার্টার এর পাশে বড় ভাই দিলীপ চন্দ্র বিশ্বাস সহ একটি বাসায় ভাড়া থাকতো।
পাঁচ ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়