আকরাম হোসেন: [২] গাজীপুরের কাপাসিয়ায় করোনার সংক্রমন ও মৃত্যু বেড়েই চলেছে। বোধবার (২৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের তথ্য মতে একদিনে ৯৪ জনের নমুনা পরিক্ষায় নতুনকরে ৪৭ জন শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা হলো ১৩১৮ জন। সুস্থ হয়েছেন ৯৮৯ জন চিকিৎসাধিন রয়েছেন ৩০৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জন। ভয়াল করোনা ছড়িয়ে পরেছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে।
[৩] এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার সংক্রমিত হচ্ছে উপজেলার নতুন নতুন এলাকা। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে আক্রন্তের এই ঊর্ধগতি ও প্রানহানী ঠেকানো যাবেনা। আমি সকলকে স্বাস্থ্য বিধি মোনে চলার জন্য বিশেষভাবে অনুরুধ করছি।
[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইছমত আরা বলেন, সংক্রমণের ঊর্ধগতিতে সরকারের নির্দেশনা মোতাবেক নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছি। মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্যকারীদের স্বাস্থির আওতায় আনা হচ্ছে। আক্রন্ত ব্যাক্তিদের খোঁজ খবর নেয়া হচ্ছে প্রয়োজনে খাবার ও ওষুধ বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।
[৫] উপজেলা এমটি ইপিআই রবিউজ্জামান রাজিব জানায়, উপজেলার অধিক সংক্রমিত এলাকাগুলো হচ্ছে, তরগাঁও, কাপাসিয়া সদর, সন্মানিয়া, টোক, দূর্গাপুর, চাঁদপুর রায়েদ। সম্পাদনা: হ্যাপি