শিরোনাম

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারের আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে ২৫০ শয্যা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমির উদ্দিন নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ২০২০সাল থেকে আদালতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

[৪] ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার রাতে তার বুক ব্যাথা শুরু হলে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৫] আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, সকালের কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি উনার মরদেহ নিয়ে যেতে। গত বছর করোনার লকডাউনের পর থেকে উনার সাথে আর দেখা হয়নি। প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়