শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ওএমএস’র বিশেষ কার্যক্রম উদ্বোধন

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস’র বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

[৩] রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে ওএমএস’র বিশেষ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আশ্রাফুজ্জামান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, নন্দীগ্রাম এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। পরে জেলা প্রশাসক জিয়াউল হক উপজেলার গোছন গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের বাসগৃহ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়