সোহাগ হাসান : [২] জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন আরও ৯৮ জন।
এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১জন মারা গেছেন।
[৩] মৃতরা হলেন, হলেন, বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের ইসমাইল হোসেন (৬৯), রায়গঞ্জ উপজেলার আব্দুস সালামারে স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও উল্লাপাড়া উপজেলার আব্দুর রহিম (৬২)। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫ জনে।
[৪] রোববার (২৫ জুলাই) সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান। তিনি আরো জানান গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৯৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৭ হাজার ৪৫৭ জনে।
[৫] নমুনা পরীক্ষার তূলনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৩৯ ভাগ। সুস্থ্য হয়েছেন মোট ৪ হাজার ৮৩৯ জন। সম্পাদনা: জেরিন আহমেদ