শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪৭ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] কোভিড-১৯ এর নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়ায়, তেমনি বেশি সংখ্যায় মানুষ এখন সংক্রমিত হচ্ছে। তাই সকলের নজর এখন শুধুই করোনাভাইরাসের দিকে। এমতাবস্থায় দেশে মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

[৩] রোববার (২৫ জুলাই) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

[৪] রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে রাজশাহীতে ১৪, চট্টগ্রামে ১১, ঠাকুরগাঁয়ে ৩, সাতক্ষীরায় ৯, ময়মনসিংহে ১৭, বরিশালে ১১, কুমিল্লায় ৬, খুলনায় ১১, চাঁদপুরে ৯, লালমনিরহাটে ২, ঝিনাইদহে ৬ ও কুড়িগ্রামে ২ ​জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় ৭, দিনাজপুরে ৩, কুমিল্লায় ৬, ঠাকুরগাঁওয়ে ৩, মাগুরায় ৩, লালমনিরহাটে ২, ফরিদপুরে ১২, কিশোরগঞ্জে ৩, রংপুরে ৫ ও টাঙ্গাইলে ২ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

** রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৪ জন মারা গেছেন। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

** কুষ্টিয়া: কুষ্টিয়া: সীমান্ত জেলা কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।  শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে ১৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৮৪১টি নমুনায় ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

** খুলনা: খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুই জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

** চাঁদপুর: চাঁদপুরেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন এবং কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন মারা যান। জেলায় ২৪ ঘণ্টায় ১৫৮ জন করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল। আর মৃত্যু হয়েছে ১৫৪ জনের।

লালমনিরহাট: লালমনিরহাটে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজন মারা গেছেন। নতুন করে ১১৩ জনের নমুনা পরীক্ষায় ২৯ করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।

** ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় মৃত্যু সংখ্যা আগের মতোই রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

** কুড়িগ্রাম: গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে করোনায় দুইজনের মৃত্যু খবর পাওয়া গেছে। একই সময়ে ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।

বিস্তারিত আসছে.........

  • সর্বশেষ
  • জনপ্রিয়