নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল মিয়ানমারের জান্তা সরকার। অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া নতুন রাষ্ট্রদূত হতুন অং কেয়াও।
শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ডিবিসি
দীর্ঘদিন মিয়ানমারের সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি। আগের রাষ্ট্রদূত কেয়াও মিনের স্থলাভিশিক্ত হলেন তিনি। পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর লন্ডন থেকে প্রতিবাদ জানিয়েছিলেন কেয়াও মিন। অংশগ্রহণ করেছিলেন জান্তা বিরোধী আন্দোলনে। আন্দোলনকারীদের পক্ষ নেয়ায় কেয়াও মিনকে তাৎক্ষনিকভাবে প্রত্যাহার করে জান্তা সরকার এবং এমনকি দূতাবাসের ভেতরেও ঢুকতে দেয়া হয়নি তাকে।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যেকোন দেশ দূতাবাসে নতুন নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে আলাদাভাবে যুক্তরাজ্য সরকারের অনুমতির প্রয়োজন পরে না।