নষ্টাচার
...........................
জাহাঙ্গীর কবির
...........................
তুই একটা খেঁকিকুত্তা
ক্যামনে বুঝি?
বোঝায় তোর ব্যক্তিসত্তা।
তুই একটা দুমুখো সাপ
ক্যামনে বুঝি?
বোঝায় তোর কার্যকলাপ।
তুই হইলি নিশাচরের সাথি
ক্যামনে বুঝি?
বোঝায় তোর নওরাতি।
আসলে তুই আস্ত জানোয়ার
ক্যামনে বুঝি?
বোঝায় তোর পশ্বাচার।
না.. না.. না..
পশু বললেও অনধিক হয়
তোর এমনই নষ্টাচার!
কারা উপ-মহাপরিদর্শক, ময়মনসিংহ বিভাগ