শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে

শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার ঈদের নামাজ আদায় করেই বেশিরভাগ মুসল্লি কোরবানি দিলেও, বিভিন্ন কারণে অনেকে গতকাল কোরবানি দিতে পারেননি।

[৩] বৃহস্পতিবার রাজধানীর মোহম্মদপুর, আদাবর ,শেখেরটেক, বিহারী ক্যাম্প, নূরজাহান রোড খিলজি রোড ধানমন্ডি, তেজগাঁও, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকা পাড়া মহল্লা ঘুরে কোরবানি দেয়ার দৃশ্য দেখা যায়। কোরবানি দেয়ার কারণ হিসেবে কেউ কেউ জানিয়েছেন, ঈদের দিন কোরবানি দিলে ঝামেলা বেশি হয়। মাংস কাটার জন্য কসাই খুঁজে পাওয়া যায়নি। এ কারণে ঝামেলা মুক্তভাবে কোরবানি দিতে আজ কোরবানি দেয়া হচ্ছে।

[৪] শেখেরটেক ৭ নং রোডে পাশাপাশি তিনটি গরু কোরবানি দিতে দেখা যায়। আগামীকাল শুক্রবার আরও দুটি গরু কোরবানি হবে বলেও জানান। সুমন নামের একজন বলেন, আজ কোরবানি দিতে কোনো বাধা নেই। ধর্মীয় রীতি অনুযায়ী আজ এবং আগামীকালও কোরবানি দেয়া যাবে। গতকাল কসাই খুঁজে পাইনি। তাছাড়া ঈদের দিন কোরবানি দিলে নানা ঝামেলা হয়। সবকিছু মিলে আজ কোরবানি দিচ্ছি। কোনো ঝামেলা নেই, কসাই পেতেও কোনো সমস্যা হয়নি।

[৫] আদাবরে কোরবানি দেয়া শরিফ শাওন বলেন, গতকাল বিকেলে আমার বড় ভাই কোরবানি দিয়েছে। ওখানে আমরা সবাই ছিলাম। ভেবেছিলাম ওদেরটা শেষ করে আমাদের গরুটা কোরবানি দেব। কিন্তু সময় হয়ে ওঠেনি। তাই আজ সকালে গরু কোরবানি দিলাম।

[৬] তিনি বলেন, আমরা সব সময় ঈদের দিন ও পরের দিনও কোরবানি দিই। এবারও ব্যতিক্রম হয়নি, ঈদের পরের দিন কোরবানি দিচ্ছি। গতকালের তুলনায় আজ ঝামেলা কম মনে হচ্ছে। এখন ভালোভাবে বাকি আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করছি। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়