শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় লাখ টাকাসহ অচেতন হয়ে সড়কে পড়ে থাকা গরু ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ

সুজন কৈরী: [২] সাভারের আমিনবাজার এলাকায় গরু বিক্রির এক লাখ ৬৮ হাজার ৫০০ টাকাসহ অচেতন হয়ে পড়ে থাকা একজন গুরু ব্যপারীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। উদ্ধার ওই ব্যক্তির নাম মো. কোব্বাত আলী। তার বাড়ি মানিকগঞ্জে।

[৩] গরু ব্যবসায়ী অজ্ঞান বা মলম পার্টির কবলে পড়েছিলেন বলে ধারণা পুলিশের।

[৪] ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আমিনবাজার এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালনকালে এএসআই জয়নাল খবর পান, আমিনবাজার ব্রিজ সংলগ্ন লঞ্চ ঘাট এলাকায় একজন ব্যক্তি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে আছে। তিনি তাৎক্ষনিক টিম নিয়ে সেখানে পৌঁছান এবং প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকা ওই গরু ব্যবসায়ীকে দেখতে পান। তিনি বারবার বিড়বিড় করে গরু ব্যবসায়ী শব্দটি উচ্চারণ করছিলেন।

[৫] এরপর এএসআই জয়নাল দ্রুত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছু সময় পর জ্ঞান ফিরলে তিনি তার নাম কোব্বাত আলী। বাড়ি মানিকগঞ্জের দরদগ্রাম বলে জানান। তিনি নিজেকে গরু ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং তার কাছে ১ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা থাকার কথা জানান। পরে এএসআই জয়নাল আশপাশের লোকজনের উপস্থিতিতে টাকা গণনা করেন।

[৬] এরপর গাবতলী গরুর হাট তথ্যকেন্দ্র থেকে মাইকিং করা হলে তার মেয়ে জামাই মোখলেস পরিচয় একজন তথ্য কেন্দ্রে যান। গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের টিআই কাজী মাহবুব তার পরিচয় নিশ্চিত হয়ে টাকাসহ ব্যবসায়ীকে বুঝিয়ে দেন।

[৭] টিআই কাজী মাহবুব বলেন, গরু ব্যবসায়ী হাট থেকে হয়তো চা-পান খেতে বের হয়েছিলেন। ওই সময় অজ্ঞান বা মলম পার্টির কবলে পড়েন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তিনি ঝিমাচ্ছিলেন। পরে তার মাথায় পানি ঢালা হলে তিনি কিছুটা স্বাভাবিক হোন। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে টাকাসহ তাকে স্বজনরা বুঝে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়