শিরোনাম
◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কুয়াকাটায় হবে পশু কোরবানি

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পটুয়াখালীর কুয়াকাটায় দুটি এবং বঙ্গবন্ধুর নামে দশটি মোট ১২টি পশু কোরবানি করবেন পৌর মেয়র ও এক কাউন্সিলর। ইতোমধ্যে স্থানীয় বাজার থেকে দুটি মহিষ এবং ১০টি গরু ক্রয় করা হয়েছে।

[৩] কোরবানির জন্য ক্রয় করা পশুগুলো পৌরসভার সকল ওয়ার্ডে নির্ধারিত লোকবল নিয়োগ করে লালন পালন করা হচ্ছে। কোরবানির প্রথম দিন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর নামে দুটি গরু কোরবানি করে অসহায় পরিবারের কাছে মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ দেওয়ান।

[৪] একইভাবে নিজ অর্থায়নে ক্রয় করা দুটি মহিষ এবং আটটি গরু জাতির জনক বঙ্গবন্ধুর নামে কোরবানি করবেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার। ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদ দেওয়ান বলেন, রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের কারণে। আমাকে অল্প বয়সে জনগণ তাদের কাউন্সিলর নির্বাচিত করেছেন।

[৫] সে কারণে আমি প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে তার নামে দুটি গরু কোরবানি দিচ্ছি। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামের এ ভূখণ্ড স্বাধীন হতো না। সেই নেতার নামে আমি ১০টি পশু কোরবানি করবো। এ কোরবানির মাংস লকডাউনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন জেলেদের মধ্যে বিতরণ করা হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়