শিরোনাম
◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কুয়াকাটায় হবে পশু কোরবানি

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পটুয়াখালীর কুয়াকাটায় দুটি এবং বঙ্গবন্ধুর নামে দশটি মোট ১২টি পশু কোরবানি করবেন পৌর মেয়র ও এক কাউন্সিলর। ইতোমধ্যে স্থানীয় বাজার থেকে দুটি মহিষ এবং ১০টি গরু ক্রয় করা হয়েছে।

[৩] কোরবানির জন্য ক্রয় করা পশুগুলো পৌরসভার সকল ওয়ার্ডে নির্ধারিত লোকবল নিয়োগ করে লালন পালন করা হচ্ছে। কোরবানির প্রথম দিন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর নামে দুটি গরু কোরবানি করে অসহায় পরিবারের কাছে মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ দেওয়ান।

[৪] একইভাবে নিজ অর্থায়নে ক্রয় করা দুটি মহিষ এবং আটটি গরু জাতির জনক বঙ্গবন্ধুর নামে কোরবানি করবেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার। ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদ দেওয়ান বলেন, রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের কারণে। আমাকে অল্প বয়সে জনগণ তাদের কাউন্সিলর নির্বাচিত করেছেন।

[৫] সে কারণে আমি প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে তার নামে দুটি গরু কোরবানি দিচ্ছি। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামের এ ভূখণ্ড স্বাধীন হতো না। সেই নেতার নামে আমি ১০টি পশু কোরবানি করবো। এ কোরবানির মাংস লকডাউনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন জেলেদের মধ্যে বিতরণ করা হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়