শিরোনাম
◈ নিহতের মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল ◈ বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান ◈ খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা ◈ বিশ্লেষণ: দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ ◈ বাংলাদেশের বড় প্রশ্ন: খালেদা জিয়ার উত্তরাধিকার কি এগিয়ে নিতে পারবেন তারেক রহমান? ◈ ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু ◈ যশোর রেজিস্ট্রি অফিসে আগুন: পুড়ে ছাই ২০০ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ডবই ◈ রেকর্ড রেমিট্যান্স: অর্থবছরের প্রথম ৬ মাসে প্রবাসীরা দেশে পাঠালেন ১৬.২৬ বিলিয়ন ডলার ◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে কুয়াকাটায় হবে পশু কোরবানি

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পটুয়াখালীর কুয়াকাটায় দুটি এবং বঙ্গবন্ধুর নামে দশটি মোট ১২টি পশু কোরবানি করবেন পৌর মেয়র ও এক কাউন্সিলর। ইতোমধ্যে স্থানীয় বাজার থেকে দুটি মহিষ এবং ১০টি গরু ক্রয় করা হয়েছে।

[৩] কোরবানির জন্য ক্রয় করা পশুগুলো পৌরসভার সকল ওয়ার্ডে নির্ধারিত লোকবল নিয়োগ করে লালন পালন করা হচ্ছে। কোরবানির প্রথম দিন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর নামে দুটি গরু কোরবানি করে অসহায় পরিবারের কাছে মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ দেওয়ান।

[৪] একইভাবে নিজ অর্থায়নে ক্রয় করা দুটি মহিষ এবং আটটি গরু জাতির জনক বঙ্গবন্ধুর নামে কোরবানি করবেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার। ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদ দেওয়ান বলেন, রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের কারণে। আমাকে অল্প বয়সে জনগণ তাদের কাউন্সিলর নির্বাচিত করেছেন।

[৫] সে কারণে আমি প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে তার নামে দুটি গরু কোরবানি দিচ্ছি। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামের এ ভূখণ্ড স্বাধীন হতো না। সেই নেতার নামে আমি ১০টি পশু কোরবানি করবো। এ কোরবানির মাংস লকডাউনে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন জেলেদের মধ্যে বিতরণ করা হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়