শিরোনাম
◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির ◈ ওসমান হাদি ইস্যুতে 'সর্বদলীয় প্রতিবাদ সভা'য় বিএনপি ছিল না কেন ◈ গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি ◈ রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স ◈ বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা ◈ কয়লা ধুলে ময়লা যায় না, আ. লীগের ক্ষেত্রে তাই হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যালিসকে টপকে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ উইকেশিকারি হন সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে অনন্য এক মাইলফলক গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

[৩] এই ম্যাচে ১২ হাজার আন্তর্জাতিক রান (তিন ফরম্যাট মিলিয়ে) পূর্ণ হয়েছে সাকিবের। এতে অনন্য এক রেকর্ডে সাকিবের নাম উঠে গেছে। বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হলেন তিনি। ৩৪৮তম আন্তর্জাতিক ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অলরাউন্ডার।

[৪] সাকিবের আগে আর একজন অলরাউন্ডার এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে এই মাইলফলক গড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। তবে ম্যাচ খেলার দিক থেকে ক্যালিসের চেয়ে অনেক দ্রুততম সাকিব। ৪২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন ক্যালিস।

[৫] এই ম্যাচের আগে ১২ হাজার রানে পৌঁছাতে সাকিবের দরকার ছিলো ২৬ রান। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার এদিন আর পথ হারাননি। টেন্ডাই চাতারাকে চার মেরে ২৩ থেকে ২৭ রানে পৌঁছে যান তিনি, তার নাম উঠে যায় অনন্য এই রেকর্ডে।

[৬] আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে। ৬০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতে তার আর মাত্র ১৭টি উইকেট দরকার। আর ১৭টি উইকেট তাকে বসিয়ে দেবে অলরাউন্ডারদের চূড়ায়। ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে ৬০০ উইকেট ও ১০ হাজার রানের মালিক হবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়