শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যালিসকে টপকে নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ উইকেশিকারি হন সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে অনন্য এক মাইলফলক গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

[৩] এই ম্যাচে ১২ হাজার আন্তর্জাতিক রান (তিন ফরম্যাট মিলিয়ে) পূর্ণ হয়েছে সাকিবের। এতে অনন্য এক রেকর্ডে সাকিবের নাম উঠে গেছে। বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হলেন তিনি। ৩৪৮তম আন্তর্জাতিক ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অলরাউন্ডার।

[৪] সাকিবের আগে আর একজন অলরাউন্ডার এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে এই মাইলফলক গড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। তবে ম্যাচ খেলার দিক থেকে ক্যালিসের চেয়ে অনেক দ্রুততম সাকিব। ৪২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন ক্যালিস।

[৫] এই ম্যাচের আগে ১২ হাজার রানে পৌঁছাতে সাকিবের দরকার ছিলো ২৬ রান। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার এদিন আর পথ হারাননি। টেন্ডাই চাতারাকে চার মেরে ২৩ থেকে ২৭ রানে পৌঁছে যান তিনি, তার নাম উঠে যায় অনন্য এই রেকর্ডে।

[৬] আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে। ৬০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতে তার আর মাত্র ১৭টি উইকেট দরকার। আর ১৭টি উইকেট তাকে বসিয়ে দেবে অলরাউন্ডারদের চূড়ায়। ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে ৬০০ উইকেট ও ১০ হাজার রানের মালিক হবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়