শিরোনাম
◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস ◈ যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ◈ ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন?

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১০:০২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাহজীবাজার এলাকার উত্তরসুর ব্র্যাক অফিসের সামনে তেলবাহী লরীর সাথে একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও তার শিশু পুত্রসহ দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

[৩] শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) নয়ন কারকুন জানান, রবিবার দুপুর পৌনে একটায় হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা তেলবাহী ট্যাংক লরী ময়মনসিংহসাথে শ্রীমঙ্গল থেকে সাতগাঁওগামী সিএনজি অটোরিক্সা মৌলভীবাজার এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ভুজপুরের হোসেন মিয়ার স্ত্রী আকলিমা বেগম(৩০) ও তার শিশু পুত্র মোজাহিদ মিয়া(০৫) গুরুতর আহত হন।

[৪] গাড়িতে থাকা অন্য দুইজন হলেন উদনারপারের নুরুজ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম(৪০) ও সাতগাঁও এর আব্দুর রহমানের পুত্র আব্দুল হাই(২৭)। ঘটনার পর পরই শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

[৪] শিশু মোজাহিদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পতিমধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আকলিমা বেগম মৌলভীবাজার সদর হাসপাতালে দুপুর আড়াই টার দিকে মারা যান।

[৫] অন্য দুই জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক রাত সাড়ে ১১ টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি তাদের আওতায় নিয়ে এসেছেন। তেলবাহী ট্যাংক লরীর চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়না তদন্তের পর লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়