শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণার মাধ্যমে বিয়ে করে কোটি টাকা হাতিয়েছেন তিনি !

সুজন কৈরী: রাজধানীর ডেমরা এলাকা থেকে শনিবার রাতে নারী প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তার নাম- শাহানাজ পারভীন ওরফে সানু (৩৯)। তার বাসায় তল্লাশি চালিয়ে ৩টি জাল এনআইডি, ৩টি জন্ম নিবন্ধনের কপি, বিভিন্ন নামীয় ৩টি ব্যাংক একাউন্টের চেকবই, ১টি নিকাহনামা, বিভিন্ন ব্যক্তির ৩টি এনআইডি ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার শাহানাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সাথে প্রেমের অভিনয় করে বিবাহের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিলেন। বিভিন্ন নামে ছদ্মবেশ ধারণ করে ফেসবুকের মাধ্যমে সহজ সরল ব্যক্তিদের তার প্রেমের ফাঁদে ফেলতেন। তারপর বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নিতেন। প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে শাহানাজ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, প্রতারণার শিকার একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহানাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, প্রতারক শাহানাজ গত বছরের ২৫ ডিসেম্বর তার স্বামী-সন্তান, নিজের বয়স ও প্রকৃত পরিচয় গোপন রেখে কাজী অফিসে গিয়ে জাল জাতীয় পরিচয় পত্র দেখিয়ে প্রতরণার মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করা। বিয়ের পর বিজনেস ভিসায় অস্ট্রেলিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ব্যাংক একাউন্ট এবং বিকাশের মাধ্যমে ১২ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন শাহনাজ।

বীণা রানী বলেন, প্রতারণার উদ্দেশে শাহানাজ জাল জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও একাধিক ব্যাংক একাউন্ট করেছে। শাহানাজ বিবাহিত। স্বামী সৌদি প্রবাসী। তার ২১ বছরের এক কন্যা সন্তান ও দুজন ছেলে সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়নি স্বামীই স্ত্রী-সন্তানদের ভরন পোষণ করছেন। এরপরও শাহনাজ স্বামীর অনুপস্থিতিতে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ উপার্জনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। শাহানাজের বিরুদ্ধে ডেমরা থানায় মামলার হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়