রহিদুল খান : [২] শহরতলীর শেখহাটিতে বিদ্যুৎস্পর্শে হয়ে মাহিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কুতুবউদ্দিনের ছেলে।
[৩] মৃতের চাচা নাছিম জানান, তার ভাইপো মাহিন স্থানীয় 'ডিকো' নামে একটি ডিজাইন কারখানায় কাজ করতেন। আজ রোববার সকালে ওই কারখানায় বৈদ্যুতিক প্লাগে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।