শিরোনাম
◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রতারক ও মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ইফতেখায়ের আলম: [২] রাজশাহী মহানগরীতে প্রতারক ও মানব পাচারকারী চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর মতিহার থানাধীন খড়খড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃতরা হলো: বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন মোঃ বাদশা মন্ডলের ছেলে মোঃ আবু তাহের ওরফে বাদশা বিন তাহের (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানাধীন খাল্লা গ্রামের মৃতঃ কনু মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন পলাশ (৩৬) ও বগুড়া জেলার গাবতলী থানাধীন সোন্ধাবাড়ি গ্রামের আজাদ হোসেনের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)।

[৪] র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীগণ ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী ১টি বিশেষ সংঘবদ্ধ আন্তঃ দেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাহারা বহু লোকজনকে ব্যবসা, চাকুরী ও বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়া বিভিন্ন মানুষকে প্রতারিত করিয়াছে। প্রতারণা করার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানীর নামে ভূয়া অফিস ও ভূয়া কাগজপত্র তৈরী করিয়া দেশের বিভিন্ন অঞ্চলে বেকার যুবক ও বেকার মানুষদের সাথে দেশে ও বিদেশে কর্মসংস্থান করিয়া দিবে মর্মে প্রতারণা করিয়া আসিতেছে। এছাড়া আসামিগণ বিডি ডিজিটাল ফুড, বিডি ফিড কোম্পানীর মালিক বা কোম্পানীর শেয়ারার সংক্রান্তে র‌্যাবের নিকট কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাইতে পারেন নাই। আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় প্রতারণা ও মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়