শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে প্রতারক ও মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ইফতেখায়ের আলম: [২] রাজশাহী মহানগরীতে প্রতারক ও মানব পাচারকারী চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর মতিহার থানাধীন খড়খড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃতরা হলো: বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন মোঃ বাদশা মন্ডলের ছেলে মোঃ আবু তাহের ওরফে বাদশা বিন তাহের (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানাধীন খাল্লা গ্রামের মৃতঃ কনু মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন পলাশ (৩৬) ও বগুড়া জেলার গাবতলী থানাধীন সোন্ধাবাড়ি গ্রামের আজাদ হোসেনের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫)।

[৪] র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীগণ ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী ১টি বিশেষ সংঘবদ্ধ আন্তঃ দেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাহারা বহু লোকজনকে ব্যবসা, চাকুরী ও বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়া বিভিন্ন মানুষকে প্রতারিত করিয়াছে। প্রতারণা করার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানীর নামে ভূয়া অফিস ও ভূয়া কাগজপত্র তৈরী করিয়া দেশের বিভিন্ন অঞ্চলে বেকার যুবক ও বেকার মানুষদের সাথে দেশে ও বিদেশে কর্মসংস্থান করিয়া দিবে মর্মে প্রতারণা করিয়া আসিতেছে। এছাড়া আসামিগণ বিডি ডিজিটাল ফুড, বিডি ফিড কোম্পানীর মালিক বা কোম্পানীর শেয়ারার সংক্রান্তে র‌্যাবের নিকট কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাইতে পারেন নাই। আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় প্রতারণা ও মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়