বিশ্বজিৎ দত্ত:[২] দক্ষিণ কোরিয়া থেকে পারমাণবিক চুল্লির (রিয়েক্টর)কন্ট্রোল প্যানেল ক্রয় করছে বাংলাদেশ। গতকাল এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার এটমিক এনার্জি ইনস্টিটিউট ও বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের মধ্যে একটি চুক্তি সম্পাদন হয়েছে। যন্ত্রাংশ ক্রয়ে মোট ধরা হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার।
[৩] এ বিষয়ে পারমানবিক শক্তি কমিশনের পরিচালক ড. মোহম্মদ হোসেন জানান, সাভারে একটি পুরোনো রিয়েক্টর রয়েছে। এটি খুবই কম ক্ষমতা সম্পন্ন রিয়েক্টর। সাধারণত গবেষণা কাজে এই রিয়েক্টর ব্যবহার করা হয়। এর কন্ট্রোল সিস্টেম অনেকদিন ধরেই কাজ করছিল না। তাই নতুন কন্ট্রোল সিস্টেম ও ডিজিটাল কিছু যন্ত্রাংশ দক্ষিণ কোরিয়া থেকে ক্রয় করা হচ্ছে।