শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার রিং ফাহিম সহযোগীসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামে একটি কিশোর গ্রুপের প্রধান মোঃ শাহ আলম ফাহিম প্রকাশ রিং ফাহিম (২০) কে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তার হওয়া অন্য সহযোগী হলেন মোঃ জাহিদ (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

[৪] শুক্রবার (১৫ জুলাই) ডবল মুরিং থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৫] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফাহিম ডবলমুরিং থানার তালিকাভুক্ত কিশোর অপরাধী। সে একটি কিশোর গ্যাং এর দলনেতা। গ্রুপটি রিং গ্রুপ নামেই পরিচিত। সেই গ্রুপের প্রধান হওয়ার কারণেই তাকে রিং ফাহিম নামে ডাকে সবাই। রিং গ্রুপ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাস সৃষ্টি করত।

[৬] ওসি মহসীন আরও জানান, গত ফেব্রুয়ারিতেও তারা আগ্রাবাদে গিয়ে একজনকে মারধর করে। তারা কিশোরদের টার্গেট করে। কিশোরদের মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেয়। আবার অপেক্ষাকৃত বড় কেউ হলে দলবলসহ হামলা করে। তাদের গ্রুপের কেউ একজনের সাথে কোথাও বাকবিতণ্ডা হলেই রিং গ্রুপের সবাই মিলে হামলা করে। তারা বিভিন্ন স্থানে গিয়ে হামলা করলেও ভয়ে কেউ অভিযোগ করে না। কিশোর গ্যাং লিডার ফাহিমের নামে এর আগেও একটি মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়