শিরোনাম
◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১১:১০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার রিং ফাহিম সহযোগীসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামে একটি কিশোর গ্রুপের প্রধান মোঃ শাহ আলম ফাহিম প্রকাশ রিং ফাহিম (২০) কে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তার হওয়া অন্য সহযোগী হলেন মোঃ জাহিদ (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।

[৪] শুক্রবার (১৫ জুলাই) ডবল মুরিং থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৫] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফাহিম ডবলমুরিং থানার তালিকাভুক্ত কিশোর অপরাধী। সে একটি কিশোর গ্যাং এর দলনেতা। গ্রুপটি রিং গ্রুপ নামেই পরিচিত। সেই গ্রুপের প্রধান হওয়ার কারণেই তাকে রিং ফাহিম নামে ডাকে সবাই। রিং গ্রুপ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাস সৃষ্টি করত।

[৬] ওসি মহসীন আরও জানান, গত ফেব্রুয়ারিতেও তারা আগ্রাবাদে গিয়ে একজনকে মারধর করে। তারা কিশোরদের টার্গেট করে। কিশোরদের মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নেয়। আবার অপেক্ষাকৃত বড় কেউ হলে দলবলসহ হামলা করে। তাদের গ্রুপের কেউ একজনের সাথে কোথাও বাকবিতণ্ডা হলেই রিং গ্রুপের সবাই মিলে হামলা করে। তারা বিভিন্ন স্থানে গিয়ে হামলা করলেও ভয়ে কেউ অভিযোগ করে না। কিশোর গ্যাং লিডার ফাহিমের নামে এর আগেও একটি মামলা রয়েছে বলে জানান ওসি মহসীন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়