শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৯:৩৫ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার রাতে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসবে

শিমুল মাহমুদ: [২] চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ আগামীকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ জানান।

[৩] তিনি বলেন, ‘আগামীকাল ’ বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

[৪] এদিকে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দেওয়া হবে জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান। শুক্রবার সন্ধ্যা ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তবে, উপহারের ভ্যাকসিন কবে পাঠানো হবে, সে বিষয়টি উল্লেখ করেননি হুয়ালং ইয়ান।

[৫] এরআগে চলতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জুলাই মাসেই করোনাভাইরাসের আরও ৫৯ লাখ ডোজ টিকা দেশে আসছে। কোভ্যাক্স থেকে এসব টিকা পাওয়া যাবে বলে সরকারকে জানানো হয়েছে। এর মধ্যে ৩০ লাখ ডোজ হবে মডার্নার টিকা, আর ২৯ লাখ ডোজ টিকা ফাইজারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়