ফরহাদ আমিন: [২] কক্সবাজার টেকনাফের খারাংখালী এলাকা থেকে ৯ হাজার ৮শ' ১৮ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
[৩]আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ ৭ এর ৬১৭নং শেডের বাসিন্দা মৃত সালামের ছেলে রবিউল হাসান(২০) এবং হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মো: সোলতানের ছেলে ফয়েজ উদ্দিন (২৮)।
[৪] শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি)। তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান খারাংখালী বিওপি দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে পাচার হবে।
[৫] এমন তথ্যের ভিত্তিতে খারাংখালী বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে রাখাইন পল্লীর পশ্চিমে মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন ২জন ব্যক্তি স্কুল ব্যাগ নিয়ে উত্তর-পূর্বদিকের মাঠ অতিক্রম করার সময় বিজিবি টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
[৬] তখন ধাওয়া করে স্কুল ব্যাগসহ দুই মাদকপাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে স্কুল ব্যাগ তল্লাশী করে ২৯ লাখ ৪৫ হাজার ৪শ টাকা মূল্যমানের ৯ হাজার ৮শ ১৮পিস ইয়াবা ও ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়।
[৫] তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: মাহামুদুল পরশ