শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৮:৪৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৮:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

জাকারিয়া জোসেফ: [২] সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল জনি মিয়া(২৩) বিগত ১৩ জুলাই সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ডিউটি পালনের উদ্দেশ্যে থানা থেকে মোটরসাইকেল যোগে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে যাওয়ার পথে সকাল প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর এলাকায় একটি কুকুর মোটরসাইকেলের সামনে আসে।

[৩] কুকুর সামনে এসে পড়লে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুত তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

[৪] পরে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর ১৬ জুলাই রোজ শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃতদেহ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে।

[৫] নিহত পুলিশ কনস্টেবল জনি মিয়া (২৩) ময়মনসিংহ জেলার জামালপুর উপজেলাধীন বেদবেরিয়া গ্রামের মৃত মোঃ আকরাম হোসেন এর ছেলে। তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালের ২২ শে মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় যোগদান করেন।

[৬] বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কনস্টেবল জনি মিয়ার লাশ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়