শিরোনাম
◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৬

নরসিংদী প্রতিনিধি: [২] শুক্রবার (১৬জুলাই) দুপুরে উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের চাকশালে এ দুর্ঘটনা ঘটে।

[৩] পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

[৪] জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ৬ জন নিহত হয়েছে। আরো অন্তত ৮ আহতের খবর পাওয়া গেছে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

[৫] নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার নোয়াগাও এলাকার আবদুল হান্নানের ছেলে লেগুনা চালক আমান মিয়া (২৩), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোমগ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে কাপড় ব্যবসায়ী  চাঁন মিয়া (৫৫), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী ঝরনা বেগম (৩০) ও তার ছেলে  আল-আমিন মিয়া (১০)।

[৬] নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন। তিনি বলেন, আমরা তাৎক্ষণিক চারজনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি। বাকিদের পরিচয় নেওয়ার চেষ্টা করছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়