শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না রাসেল ও পোলার্ডের

স্পোর্টস ডেস্ক: [২] চলতি মাসেই মাঠে গড়াচ্ছে দ্য হান্ড্রেডের প্রথম আসর। টুর্নামেন্টটির প্রথম মৌসুম শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নাম সরিয়ে নেয়ার হিড়িক যেন থামছেই না। যার সর্বশেষ সংযোজন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড।

[৩] তাঁদের দুজনের খেলার কথা ছিল সাউদার্ন ব্রেভ ও ওয়ালশ ফায়ারের হয়ে। জাতীয় দলের হয়ে খেলা থাকার কারণে টুর্নামেন্ট শুরুর আগে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাসেল। তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে ভিড়িয়েছে সাউদার্ন।

[৪] এদিকে একই কারণে টুর্নামেন্টটিতে খেলার কথা ছিল না ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পোলার্ডের। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজে যুক্ত হয়েছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি। যে কারণে তাঁর বদলি নিয়েছে তাঁর দল ফায়ার। যেখানে খেলবেন ফিলিপস।

[৫] ট্রেন্ট রকেটসের হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেশে ফিরে এসেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। বাঁহাতি এই অভিজ্ঞ পেসারের বদলি হিসেবে মার্শেন্ট ডি ল্যাঙ্গেকে দলে নিয়েছে রকেটস।

[৬] ব্যক্তিগত কারণে দ্য হান্ড্রেডের এবারের আসরে খেলছেন না অ্যালিসা পেরি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই অলরাউন্ডারের খেলার কথা ছিল বার্মিংহাম ফিনিক্স। যেখানে তাঁর বদলি হিসেবে খেলবেন কেটি ম্যাক। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যামি জোনস।

[৭] করোনা পজিটিভ হওয়ার কারণে টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি লুস। যেখানে তাঁর বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হাইলে ম্যাথুসকে দলে নিয়েছে ফায়ার। হান্নাহ জোনসের বদলি হিসেবে লন্ডন স্পিরিটে খেলবেন অ্যালিস মোনাঘান। - ক্রিকবাজ / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়