রাকিবুল আবির: [২] ফ্রান্সের প্যারিসে ভ্যাকসিন বিরোধী আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করায়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ থাকার কারণে এবং সরকার ঘোষিত নতুন বিধিনিষেধগুলোর বিরুদ্ধে এই আন্দোলনে অংশগ্রহণ করেন অসংখ্য মানুষ। আলজাজিরা
[৩] আন্দোলনের কিছু অংশ শুরু হয়েছিলো বুধবার ঐতিহ্যবাহী বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শুরুর আগে থেকেই। আন্দোলনকারীরা বুধবার রাতেই বিক্ষোভ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশকে লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করছে বিক্ষোভকারীরা। সম্পাদনা: সাকিবুল আলম