শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ‘থিম সং’ ও কবিতা পাঠানোর আহ্বান

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দেশের প্রথিতযশা গীতিকার, সুরকার, শিল্পীসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে দ্বিতীয়বার ‘থিম সং’ পাঠানোর আহ্বান জানানো হয়েছে। করোনায় উদ্ভূত পরিস্থিতিতে অধিকতর অংশগ্রহণের জন্য এ পদক্ষেপ নিয়েছে ঢাবি।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাবি কর্তৃপক্ষ আরও জানায়, ‘থিম সং’টিতে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং সমাজ ও দেশে বিশ্ববিদ্যালয়ের অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে। যে কোনো প্রথিতযশা গীতিকার, সুরকার, শিল্পীসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সম্মিলিতভাবে অথবা যে কেউ এককভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার মাধ্যমে ‘থিম সং’টি নির্বাচন করা হবে।

[৪] এছাড়াও কবিতার সংকলন প্রকাশে ঢাবির বর্তমান শিক্ষার্থী থেকে কবিতা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষা জানায়, একটি প্রতিযোগিতা আয়োজন করে কবিতা নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারকারীদের পুরস্কৃত করা হবে।

[৫] কবিতার বিষয়বস্তু হবে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রাম, বাংলাদেশের জনজীবন, ইত্যাদি। শিক্ষার্থীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ ও রোল নম্বর উল্লেখ করে অনুর্দ্ধ ৩০০ শব্দের মধ্যে কবিতা পাঠাতে হবে।

[৬] বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় অথবা মেইলে, কবিতা ও নির্ধারিত ফরমেটে ‘থিম সং’ ৩১ আগস্টের মধ্যে পাঠানোর অনুরোধ জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়