শিরোনাম

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত বছর ২ কোটির বেশি শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে: ইউনিসেফ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিভিন্ন দেশের সরকারি তথ্যানুসারে দেখা যায়, তারা কোভিডের টিকা পাওয়ার বিষয়ে খুবই আগ্রহী। সেই টিকা প্রাপ্তির জন্য তারা বিভিন্নভাবে চেষ্টাও করে যাচ্ছে। অথচ ২০২০ সালে ২৩ মিলিয়ন শিশু হাম, পোলিওসহ অন্যান্য টিকা থেকে বঞ্চিত হয়েছে। আনাদোলু

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১ মিলিয়নের বেশি শিশু একটি টিকাও নেয়নি। অথচ এই এই টিকার প্রয়োজনা ছিলো অনেক বেশি। শিশুরা এই টিকা নিলে তাদের মাঝে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

[৪] কোভিড মহামারির আগে শিশুদের ডিপথেরিয়া, টিটেনাস, পের্টুসিস, হাম ও পোলিওর টিকা দেওয়া হত ৮৬ শতাংশ।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, আমরা কোভিড টিকার জন্য দৌড়ঝাঁপ করছি। কিন্তু আমরা শিশুদের টিকা দিচ্ছি না। এর মাধ্যমে আমরা নিজেদেরকে আরো বেশি ঝুঁকিতে ফেলছি।

[৬] ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফরে বলেন, কোভিড মহামারি আমাদের অনেক খারাপ পরিস্থিতিতে ফেলেছে। আমরা শিশুদেরকে টিকা না দিয়ে আরো খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়