শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিকা কার্যক্রম শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে । ভ্যাকসিন গ্রহণ ছাড়া নতুন বিদেশী কর্মীদের প্রকল্পে যোগ দিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

[৩] বুধবার প্রকল্পের মেডিক্যাল সেন্টারে কর্মকর্তাদের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনকালে মন্ত্রী এ তথ্য জানান।

[৪] ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডাক্তার আসমা খানসহ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা প্রকল্পের কর্মকর্তাদের কোভিডের টিকা শরীরে প্রদান করান।

[৫] ইয়াফেস ওসমান বলেন, ‘রুশ নাগরিক ছাড়াও রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বাংলাদেশী প্রকৌশলী ও কর্মকর্তারা স্পুটনিক ভি রাশিয়ান ভ্যাকসিন গ্রহণ করবেন। প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম, প্রকল্পে কর্মরত শতাধিক বাংলাদেশী কর্মকর্তাদের জন্য রাশিয়ান ভ্যাকসিন উপহার দিয়েছেন।’

[৬]মন্ত্রী আরও বলেন, “কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার সাথে সাথে দেশের মেগা প্রকল্পের শ্রমিকদের সুরক্ষার জন্য টিকা কার্যক্রম জোরদার করেছে সরকার। প্রকল্পে বিপুল পরিমাণ শ্রমিক বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে কাজ করছে, সকল প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের মহামারীতে সুরক্ষার জন্য ভ্যাকসিন দিতে বলা হয়েছে। দ্রুততম সময়ে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্পের সমস্ত শ্রমিক ও কর্মচারীদের টিকা কর্মসূচির আওতায় নেওয়া হবে বলেও জানান তিনি।”

[৭] সেখানে উপস্থিত ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শওকত আকবর, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ও সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়