শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় এক দিনে করোনা প্রাণ গেল ১৬ জনের

রুবেল মজুমদার : [২] কুমিল্লায় বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০দশমিক ৯ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ষোলজন।

[৩] এসব তথ্য বুধবার সন্ধ্যা ৬ টায় বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন মীর মোবারক ইসাইন।

[৪] জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ১৩ জুলাই বিকেল থেকে বুধবার ১৪ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] আক্রান্তদের মধ্যে ১৭৬ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৩১ জন, সদর দক্ষিণের ৬, বুড়িচংয়ের ২৭, ব্রাহ্মণপাড়ার ১৪, চান্দিনার ৩৫, চৌদ্দগ্রামের ১৮, দেবিদ্বারের ২৭, দাউদকান্দির ১, লাকসামের ২২, লালমাইয়ের ৮, নাঙ্গলকোটের ৩৩, বরুড়ার ৯, মনোহরগঞ্জের ৩, মুরাদনগরের ৯, মেঘনায় ৮, তিতাসের ৬ ও হোমনার ১০ জন শনাক্ত হয়েছেন।

[৬] মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে৫, আর্দশ সদরের ৩, বুড়িচংয়ের ১, চান্দিনার ১, লাকসামের ২, দাউদকান্দির ১, মুরাদনগরের ৩ জন। জেলায় এখন পর্যন্ত ১৮ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬২জন।

[৭] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮০ জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৬৬৭।

[৮] এবিষয় সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহুর্তেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়