সোহেল রানা: [২] চুয়াডাঙ্গায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
[৩] মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের দিগড়ী হেলিপ্যাড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] আসামি সিরাজুল ইসলাম (৬২) সদর উপজেলার মর্তূজাপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে।
[৫] পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি দিগড়ী গ্রামে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আসাদুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে দিগড়ী গ্রামের হেলিপ্যাড নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
[৬] বুধবার (১৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছেন সদর থানার পুলিশ। সম্পাদনা: হ্যাপি