জান্নাতুন নাঈম প্রীতি: বাঙালি এমন হীনমন্যতায় ভোগা জাতি যে নিজেদের পান্তাভাত আর আলুভর্তা দিয়ে যখন মাস্টারশেফ অস্ট্রেলিয়ার শেষ পর্বে কিশোয়ার চৌধুরী দাঁড়াইছেন তখন তারা আহা-উহু শুরু করেছে! এমন বেকুব জাতি কি দুনিয়ায় আর কোথাও আছে? আমার অনার্সের শেষ কোর্স ছিলো আমাদের পালাগান থেকে শুরু করে ময়মনসিংহ গীতিকার ছোট ছোট অংশগুলো। এই যাত্রায় আইসা আমাদের কোর্স শিক্ষক মামুন স্যার জানাইলেন, আমাদের পুঁথিগুলো নিয়ে দুনিয়ার একশটার বেশি ইউনিভার্সিটিতে গবেষণা চলতেছে!
তিনি গ্রিসের এক গবেষকরে দেখাইলেন, সেই গ্রীক ভদ্রলোক আমাদের পুঁথি-পত্র নিয়া এতো জানেন যে স্যার নিজেই সামান্য ইতস্তত করেন বলে জানাইছিলেন। কালীঘাটের পটচিত্র নিয়া একটা প্রতিবেদন লিখতে গিয়া আমি আবিষ্কার করলাম, আমাদের সবচেয়ে দারুণ কাজগুলা আছে ভিক্টোরিয়া এলবার্ট মিউজিয়াম থেকে শুরু করে ব্রিটিশ মিউজিয়াম পর্যন্ত। আমাদের কাছে যা আছে তা অতি সামান্য, তাও ভারতের আশুতোষ মিউজিয়ামে। আরও শুনলে অবাক হবেন, এই শতাব্দীর সবচেয়ে সেলিব্রিটি আর্টিস্ট পিকাসো থেকে মার্ক শাগাল, এসব মাস্টারেরা ধুমায়ে ওইসব ভারতবর্ষের গরিব অখ্যাত শিল্পীদের কাজ রীতিমতো কপি করছেন! এই তথ্য আপনি জানতেন?
বেশি দূর যাইতে হবে না। এই যে আবদুল্লাহ মোহাম্মদ সাদ কান চলচ্চিত্র উৎসবে এইবার কয়েক লাখ সিনেমা টপকে সুযোগ পেয়েছেন, আপনি নড়েচড়ে বসেছেন। অথচ সাদের প্রথম সিনেমা টিকেট কেটে দেখতে গিয়ে আবিষ্কার করেছিলাম, সিনেমা হলে আমি আর আমার প্রাক্তন প্রেমিক বাদে পাঁচজনও ছিলেন না! আপনি ঘরের রত্ন ঘরে থাকতে দেখতে পান না কেন? এসবের কারণ হীনমন্যতা। এই হীনমন্য জাতির একজন হিসেবে আমি লজ্জিত। যাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস নাই তারা নিজেদের মেরুদণ্ড দিয়ে দাঁড়াতে শিখবে কবে? এখনো রবীন্দ্রনাথ কই থেকে চুরি করছেন আর নজরুল কেন নোবেল পুরষ্কার পাননি সেটা নিয়ে যে জাতি দ্বিখণ্ডিত হইয়া যায়, তাদের বোধ বুদ্ধি কবে হবে? নিজেদের কাজের দাম, নিজেদের গুরুত্বপূর্ণ মানুষদের দাম যারা দিতে শেখে নাই, তাদের দাম বিশ্ববাসী দিবে কেন? ফেসবুক থেকে