শিরোনাম
◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা ◈ ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান ◈ দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালীতে নিহত ৫ ◈ সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:১২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লু ভ্যাকসিন গুরুতর করোনা প্রভাব রোধে সক্ষম

নিউজ ডেস্ক: সাম্প্রতিক এক বৃহৎ আকারের সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন তারা গুরুতর কোভিড প্রভাব থেকে আংশিক রক্ষা পেতে পারেন এবং তাদের জন্য ইমার্জেন্সি কেয়ারের প্রয়োজন খুব কম হবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গবেষণায় বিশ্বজুড়ে ৭৫ হাজার করোনা রোগীর উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জার্মানি, ইসরাইল এবং ইতালির বিষয়গুলো নিয়ে গবেষণাটি করা হয়েছিল।

এতে প্রমাণিত হয় যে, প্রতিবছর প্রাপ্ত ফ্লু টিকা কোভিড রোগীদের স্ট্রোক, সেপসিস, গভীর শিরা থ্রোম্বোসিস (ডিভিটি) ঝুঁকি হ্রাস করতে পারে। সমীক্ষায় আরো বলা হয়েছে, রোগীদের ইমার্জেন্সি সেবা নেওয়া বা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তির প্রয়োজন কম হয়েছিল।

গবেষকরা প্রায় ৭ কোটি রোগীর পূর্বে শনাক্ত ইলেক্ট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে ৩৭ হাজার ৩৭৭ রোগীকে দুটি দলে বিভক্ত করেছেন। পরবর্তীকালে, কোভিড-পজিটিভ পরীক্ষার ১২০ দিনের মধ্যে ১৫ গুরুতর ফলাফলের ঘটনা তখন দুটি গ্রুপের মধ্যে তুলনা করা হয়েছিল।

গবেষকরা দেখেছেন যে, ফ্লু ভ্যাকসিন পাননি তাদের আইসিইউতে ভর্তি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ বেশি ছিল, ইমার্জেন্সিতে ভর্তির সম্ভাবনা ৫৮ শতাংশ বেশি, সেপসিস হওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ বেশি, স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ বেশি রয়েছে এবং ডিভিটি পাওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। সমীক্ষায় বলা হয়েছে, কোভিডের কারণে মৃত্যুর ঝুঁকি অবশ্য কমেনি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়