শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:১২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লু ভ্যাকসিন গুরুতর করোনা প্রভাব রোধে সক্ষম

নিউজ ডেস্ক: সাম্প্রতিক এক বৃহৎ আকারের সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন তারা গুরুতর কোভিড প্রভাব থেকে আংশিক রক্ষা পেতে পারেন এবং তাদের জন্য ইমার্জেন্সি কেয়ারের প্রয়োজন খুব কম হবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গবেষণায় বিশ্বজুড়ে ৭৫ হাজার করোনা রোগীর উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জার্মানি, ইসরাইল এবং ইতালির বিষয়গুলো নিয়ে গবেষণাটি করা হয়েছিল।

এতে প্রমাণিত হয় যে, প্রতিবছর প্রাপ্ত ফ্লু টিকা কোভিড রোগীদের স্ট্রোক, সেপসিস, গভীর শিরা থ্রোম্বোসিস (ডিভিটি) ঝুঁকি হ্রাস করতে পারে। সমীক্ষায় আরো বলা হয়েছে, রোগীদের ইমার্জেন্সি সেবা নেওয়া বা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তির প্রয়োজন কম হয়েছিল।

গবেষকরা প্রায় ৭ কোটি রোগীর পূর্বে শনাক্ত ইলেক্ট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে ৩৭ হাজার ৩৭৭ রোগীকে দুটি দলে বিভক্ত করেছেন। পরবর্তীকালে, কোভিড-পজিটিভ পরীক্ষার ১২০ দিনের মধ্যে ১৫ গুরুতর ফলাফলের ঘটনা তখন দুটি গ্রুপের মধ্যে তুলনা করা হয়েছিল।

গবেষকরা দেখেছেন যে, ফ্লু ভ্যাকসিন পাননি তাদের আইসিইউতে ভর্তি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ বেশি ছিল, ইমার্জেন্সিতে ভর্তির সম্ভাবনা ৫৮ শতাংশ বেশি, সেপসিস হওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ বেশি, স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ বেশি রয়েছে এবং ডিভিটি পাওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। সমীক্ষায় বলা হয়েছে, কোভিডের কারণে মৃত্যুর ঝুঁকি অবশ্য কমেনি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়