শিরোনাম
◈ বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা ◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার ◈ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:১২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লু ভ্যাকসিন গুরুতর করোনা প্রভাব রোধে সক্ষম

নিউজ ডেস্ক: সাম্প্রতিক এক বৃহৎ আকারের সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন তারা গুরুতর কোভিড প্রভাব থেকে আংশিক রক্ষা পেতে পারেন এবং তাদের জন্য ইমার্জেন্সি কেয়ারের প্রয়োজন খুব কম হবে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গবেষণায় বিশ্বজুড়ে ৭৫ হাজার করোনা রোগীর উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জার্মানি, ইসরাইল এবং ইতালির বিষয়গুলো নিয়ে গবেষণাটি করা হয়েছিল।

এতে প্রমাণিত হয় যে, প্রতিবছর প্রাপ্ত ফ্লু টিকা কোভিড রোগীদের স্ট্রোক, সেপসিস, গভীর শিরা থ্রোম্বোসিস (ডিভিটি) ঝুঁকি হ্রাস করতে পারে। সমীক্ষায় আরো বলা হয়েছে, রোগীদের ইমার্জেন্সি সেবা নেওয়া বা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তির প্রয়োজন কম হয়েছিল।

গবেষকরা প্রায় ৭ কোটি রোগীর পূর্বে শনাক্ত ইলেক্ট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে ৩৭ হাজার ৩৭৭ রোগীকে দুটি দলে বিভক্ত করেছেন। পরবর্তীকালে, কোভিড-পজিটিভ পরীক্ষার ১২০ দিনের মধ্যে ১৫ গুরুতর ফলাফলের ঘটনা তখন দুটি গ্রুপের মধ্যে তুলনা করা হয়েছিল।

গবেষকরা দেখেছেন যে, ফ্লু ভ্যাকসিন পাননি তাদের আইসিইউতে ভর্তি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ বেশি ছিল, ইমার্জেন্সিতে ভর্তির সম্ভাবনা ৫৮ শতাংশ বেশি, সেপসিস হওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ বেশি, স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ বেশি রয়েছে এবং ডিভিটি পাওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। সমীক্ষায় বলা হয়েছে, কোভিডের কারণে মৃত্যুর ঝুঁকি অবশ্য কমেনি। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়