শিরোনাম
◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব ◈ মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির দুই নেতার আবেদন বাতিল ◈ কমালো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকেই কার্যকর ◈ বাংলাদেশ–নেপালের নির্বাচন থেকে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ: নতুন বছরে দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রে যে ৫ বিষয় ◈ এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ টেক্সাসে ৮ দিন পর নিখোঁজ কিশোরী ক্যামিলার মরদেহ উদ্ধার ◈ নির্বাচনী রাজনীতিতে চাঙ্গা বিএনপি, জামায়াতও দিলো চমক ◈ বি‌পিএল: নাটকীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রা‌নে হারা‌লো সি‌লেট টাইটান্স

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিটি মানুষের জীবন ও জীবিকার দায়িত্ব নিতে হবে সরকারকেই: জিয়াউদ্দিন আহমেদ বাবলু

শাহীন খন্দকার: [২] মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি মহাসচিব আরো বলেছেন, স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে উদ্ভট কথা বলা হচ্ছে, যার সাথে বাস্তবতার কোন মিল নেই। মানুষের জীবন ও জীবিকা নিয়ে পরিহাস করছে সরকার। দেশের অধিকাংশ গ্রামেই করোনা ছড়িয়ে পড়েছে, সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।

[৩] এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরো বলেন, ১৯৮৮ সালের বন্যায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এক বুক পানির মধ্যে গিয়েও মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেছেন, ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী সফল করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন সবার প্রতি।

[৪] এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রহিম সুমন আয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

[৫] অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা- মনিরুল ইসলাম মিলন, মো. আলমগীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর-এর সকল থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়