হ্যাপি আক্তার: [২] প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এই ভাইরাস। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। ভাইরাসটির নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
[৩] এরই মধ্যে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৯, চট্টগ্রামে ১০, ঠাকুরগাঁয়ে ৬, পঞ্চগড়ে ১, খুলনায় ১৯, সাতক্ষীরায় ৭, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গায় ৪, ময়মনসিংহে ১৮, বরিশালে ১৫, যশোরে ১৩, গাজীপুরে ৫, মাদারীপুরে ৩ টাঙ্গাইলে ৯, ফরিদপুরে ১৬, হবিগঞ্জের একজন, বরগুনার ৬ ঝিনাইদহে ৫, মেহেরপুরে ৩, নড়াইলে ৩ এবং বাগেরহাট ও সাতক্ষীরায় দুইজনের জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েন জেলার সিভিল সার্জন কার্যালয়। ডিবিসি নিউজ, সময় টিভি
*** রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে মারা যান এবং নেগেটিভ হওয়ার পরও মারা গেছেন আরও ১ জন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
*** চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৬ দশমিক ০৫ শতাংশ। এদিন মারা গেছেন ১০ জন। এর মধ্যে ৬ জন উপজেলার এবং ৪ জন নগরের বাসিন্দা।
সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলানিউজ২৪
*** বরিশাল: রোববার (১১ জুলাই) শনাক্তের সংখ্যা ছিলো ২২৬ জন, সেখানে সোমবার (১২ জুলাই) দিনগত রাতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আক্রান্ত শনাক্ত হয়ে ৪৯২ জন। এছাড়া একই সময়ে ২ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। যা নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১৪০।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
*** ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
*** পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৬১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৮৩ জন।
*** খুলনা: খুলনায় ৪টি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন।
*** সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
*** কুষ্টিয়া: জেলার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
*** চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
*** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
*** বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ নতুন আরও ৮৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবতকালের সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এদিকে সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৫৬৩ জন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি জানান। আর টিভি
*** যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জন মারা গেছেন। এরমধ্যে আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টি জানান। জাগোনিউজ২৪
*** গাজীপুর: ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৯৭ জনে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে করোনয় মোট ২৭৪ জন মারা গেলো এবং মোট ১৪ হাজার ৩১৩ জনে করোনা শনাক্ত হয়েছে।