শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

[৩] সোমবার (১২ জুলাই) ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ১,২ ও চালু থাকা ৩, ৪, ৫,৬ ও ভাঙ্গন কবলিত ৭নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।

[৪] এসময় তিনি বলেন, স্থায়ী সমস্যা সমাধানের জন্য সরকার প্রকল্প গ্রহন করেছে। নদী অধিগ্রহন কাজ চলমান রয়েছে আশা করছি ঈদের পরেই পাড়ে যে কাজগুলো করা যায় তা শুরু হবে এবং আগামী শুস্ক মৌসুমে তীর রক্ষার্থে স্থায়ীভাবে কাজ শুরু হবে। আমরা আগামী ২বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি আধুনিক নৌবন্দর হিসেবে গড়ে তোলা হবে।

[৫] তিনি আরো বলেন, আপাতত তীরের ভাঙ্গনসহ প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে তা অস্থায়ীভাবে সমাধান করার জন্যই আমরা ঘাট এলাকা পরিদর্শন করে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে সম্মিলিতভাবে জিও ব্যাগ, জিওটিউব ব্যবহার করে তীর রক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়