আজিজুল ইসলাম: [২] বাঘারপাড়ায় মাঠে আলুর ক্ষেত থেকে এক কৃশকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নেরএদক্ষিন শ্রীরামপুর গ্রামের একটি আলুর ক্ষেতের আইলে ওই কৃষকের মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খব্র দিলে পুলিয়াশ লাশ উদ্ধার করে।
[৩] নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোজাম মোল্যা( ৬০ ) সকাল ১০ টার দিকে বাড়ি থেকে দক্ষিন শ্রীরামপুর মাঠে নিজের আলুর জমিতে বেড়া দিতে বের হয়ে গিয়ে বেলা ১০ টা নাগাদ বাড়ি ফিরে না আসায় স্ত্রী অভুক্ত স্বামীর খোঁজে মাঠে ছুটে আসেন এবং স্বামীকে ক্ষেতের আইলে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে মাঠের অন্য কৃশরা ছুটে এসে মোজাম মোল্যা কে মৃত অবস্থায় দেখতে পান। তাদের কেউ একজন থানা পুলিশে খবর দেন।
[৪] বাঘারপাড়া থানার ওসি ফিরোজউদ্দিন শনিবার সন্ধ্যায় কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তার হাতে সাপে কাটার দাগ ছিল। প্রাথমিক ধারণা, সাপের কামড়ে মোজামের মৃত্যু হয়েছে।
[৫] তিনি বলেন, মোজাম মোল্যার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ১২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সথিক কারণ উদ্ধার করে ব্যবস্থা নেয়া হবে।