শিরোনাম
◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার ◈ ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা বিটিআরসির

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে: অ্যাকশনএইড

কূটনৈতিক প্রতিবেদক: [২] রোববার অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নবম বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানিয়েছেন অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ব্যারিস্টার মনজুর হাসান ওবিই।

[৩] অ্যাকশনএইড জানায়, মহামারি পরিস্থিতি বিবেচনা করে গত বছরের মতো এবারও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সাধারণ সভার আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রবাস থেকেও প্রতিষ্ঠানের সদস্য এবং অতিথিরা এ সভায় যোগ দেন।

[৪] নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে অ্যাকশনএইড বাংলাদেশের বোর্ড প্রধান ব্যারিস্টার মঞ্জুর হাসান ওবিই তার স্বাগত বক্তব্যে বলেন, এখন থেকে সবাই এ প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ।

[৫] অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী বোর্ডের সচিব ফারহ্ কবির সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাহী বোর্ড এবং সাধারণ পরিষদের সদস্যদের অসামান্য অবদানের কারণেই প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে কাজ করতে পারছে।

[৬] তিনি বলেন, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি নতুন প্রজন্ম ও অভিজ্ঞদের সমন্বয়ে নির্বাহী বোর্ড ও সাধারণ পরিষদ গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক মডেল তৈরি করতে পেরেছে যা সবার জন্য অনুকরণীয়।

[৭] এছাড়া নির্বাহী বোর্ড ও সাধারণ পরিষদের নতুন সদস্যরা তাদের চিন্তাভাবনা চেষ্টা, মেধা, শ্রম ও মূল্যবোধ দিয়ে প্রতিষ্ঠানকে আরও বলিষ্ঠ করবেন বলেও আশা প্রকাশ করেন ফারাহ্ কবির।

[৮] সভায় প্রতিষ্ঠানটির ২০২০ সালের নীরিক্ষা প্রতিবেদন উপস্থাপন ও গৃহীত হয়। এছাড়া ২০২১ সালের জন্য নীরিক্ষক নির্বাচন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়