দেশের মিডিয়া অনেক পিছিয়ে ভারতীয় মিডিয়া থেকে
আফসান চৌধুরী: আমাদের সাংবাদিকরা প্রশ্ন করতে পারে না,কারণ বিষয় জানে না, পড়াশুনা করে না অতএব কি নিয়ে কথা বলবে বা লিখবে তাও ভালো বোঝে না । সবই দায়সারা ।
টিভি মিডিয়া খালি ঝগড়া লাগাতে জানে । আওয়ামী লীগ, বিএনপি, সুশীল ধরে এনে ফিতনা বাজি করে । পাবলিক ঝগড়া পছন্দ করে, দেয় তালি । পশ্চিম বঙ্গের মিডিয়া আমাদের মতোই তবে এতো পিছিয়ে না ।
আজ দিল্লির মিডিয়া দেখতে গিয়ে বুঝলাম ব্যবধান কতটা I কারন থাপার, শেখর গুপ্ত বা এটি নাইনন যে লেভেলে কথা বলে আমাদের মিডিয়ার কেউ পারবে না । শুধু ইংরেজি নয় হিন্দি মিডিয়া অনেক উন্নত I দেখেছি আর কষ্ট পেয়েছি । করার কিছু নেই । ফেসবুক থেকে