শাহীন খন্দকার: [২] বর্ষায় রাজধানীসহ বড় বড় শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করছে এডিস মশা। বছরের প্রথম ৭ মাসে ডেঙ্গুতে মোট ৬২৫ জন শনাক্ত হয়েছে। শুধু চলতি জুলাইয়ের ৯ দিনে শনাক্ত ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বছরে ডেঙ্গুতে একজনও মারা যায়নি। শুক্রবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি এসব তথ্য জানিয়েছে।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত জানুয়ারী মাসে ৩২ জন, ফেরুয়ারীতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩, মে’মাসে ৪৩, জুন মাসে সর্বোচ্চ ২৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ১৬৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয় ১৬২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভতি আছে ৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে ডেঙ্গু সন্দেহে মৃত্যুর তথ্য নেই।
[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, বাসা বাড়িতে ‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ স্লোগানকে মনে রাখার আহ্বান জানিয়ে বলেন, বাসার ফুলের টবের পানিসহ জমানো পানি ফেলে দিতে হবে। সেই সাথে কমোড ব্যবহারের পরে কমোডের ঢাকনাও বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বর্তমান হারে বাড়লে অবস্থার অবনতি হবে বলে আশঙ্কা করেন স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র। সম্পাদনা: মেহেদী হাসান