শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীপদ; শ্রীলংকার সরকারে একচ্ছত্র আধিপত্য রাজাপাকসে পরিবারের

লিহান লিমা: [২] শ্রীলংকার প্রেসিডেন্ট গৌতাবা রাজাপাকসে (৭২) বৃহস্পতিবার তার ছোট ভাই বাসিল রাজাপাকসেকে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। এর ফলে দেশটির প্রশাসনে রাজপাকসে পরিবারের নিয়ন্ত্রণ আরো গভীর হয়েছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী মেজ ভাই মাহিন্দা রাজাপাকসের (৭৫) কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বাসিল। আল জাজিরা

[৩] বাসিল একইসঙ্গে শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ কারণে ২০২০ সালে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারি প্রতিটি কাজে কমিশন বাণিজ্যের একমাত্র হোতা বাসিলকে ২০০৭ সালে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে আখ্যা দিয়েছিল উইকিলিকস।

[৪] মঙ্গলবার সংবিধান পরিবর্তন করে নিজ দলীয় এক এমপির শূন্যস্থানে তাকে মনোনয়ন দেন মাহিন্দা রাজাপাকসে। বাণিজ্য ও কেন্দ্রীয় ব্যাংকসহ প্রধান প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়াও বাসিলকে অর্থনীতিক নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেন মাহিন্দা ।

[৫] বড় ভাই চামাল রাজাপাকসে (৭৮) আগে থেকেই সেচমন্ত্রী এবং উপ-প্রতিরক্ষা মন্ত্রী। আর মাহিন্দার বড় ছেলে নামাল (৩৫) রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। সবমিলিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে রাজাপাকসে পরিবারের মুঠোয়।

[৬]গত বছরের নির্বাচনে গৌতাবা ও তার বড় ভাই মাহিন্দা বড় ব্যবধানে জয় পাওয়ার পর পাকসে পরিবারের হাতে সংবিধান পরিবর্তনের ক্ষমতা চলে আসে। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা। ২০২০ সালের ভোটে জয়লাভের পর পুনরায় প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বাসিল ভোটে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়