শিরোনাম
◈ তিন লাল কার্ডের ম‌্যা‌চে নাপোলির জয় ◈ বাংলাদেশের প্রতি ভারতের শত্রুভাবাপন্ন নীতি এখনো বদলায়নি ◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীপদ; শ্রীলংকার সরকারে একচ্ছত্র আধিপত্য রাজাপাকসে পরিবারের

লিহান লিমা: [২] শ্রীলংকার প্রেসিডেন্ট গৌতাবা রাজাপাকসে (৭২) বৃহস্পতিবার তার ছোট ভাই বাসিল রাজাপাকসেকে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। এর ফলে দেশটির প্রশাসনে রাজপাকসে পরিবারের নিয়ন্ত্রণ আরো গভীর হয়েছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী মেজ ভাই মাহিন্দা রাজাপাকসের (৭৫) কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বাসিল। আল জাজিরা

[৩] বাসিল একইসঙ্গে শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ কারণে ২০২০ সালে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারি প্রতিটি কাজে কমিশন বাণিজ্যের একমাত্র হোতা বাসিলকে ২০০৭ সালে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে আখ্যা দিয়েছিল উইকিলিকস।

[৪] মঙ্গলবার সংবিধান পরিবর্তন করে নিজ দলীয় এক এমপির শূন্যস্থানে তাকে মনোনয়ন দেন মাহিন্দা রাজাপাকসে। বাণিজ্য ও কেন্দ্রীয় ব্যাংকসহ প্রধান প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়াও বাসিলকে অর্থনীতিক নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেন মাহিন্দা ।

[৫] বড় ভাই চামাল রাজাপাকসে (৭৮) আগে থেকেই সেচমন্ত্রী এবং উপ-প্রতিরক্ষা মন্ত্রী। আর মাহিন্দার বড় ছেলে নামাল (৩৫) রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। সবমিলিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে রাজাপাকসে পরিবারের মুঠোয়।

[৬]গত বছরের নির্বাচনে গৌতাবা ও তার বড় ভাই মাহিন্দা বড় ব্যবধানে জয় পাওয়ার পর পাকসে পরিবারের হাতে সংবিধান পরিবর্তনের ক্ষমতা চলে আসে। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা। ২০২০ সালের ভোটে জয়লাভের পর পুনরায় প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বাসিল ভোটে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়