শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীপদ; শ্রীলংকার সরকারে একচ্ছত্র আধিপত্য রাজাপাকসে পরিবারের

লিহান লিমা: [২] শ্রীলংকার প্রেসিডেন্ট গৌতাবা রাজাপাকসে (৭২) বৃহস্পতিবার তার ছোট ভাই বাসিল রাজাপাকসেকে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। এর ফলে দেশটির প্রশাসনে রাজপাকসে পরিবারের নিয়ন্ত্রণ আরো গভীর হয়েছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী মেজ ভাই মাহিন্দা রাজাপাকসের (৭৫) কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বাসিল। আল জাজিরা

[৩] বাসিল একইসঙ্গে শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ কারণে ২০২০ সালে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারি প্রতিটি কাজে কমিশন বাণিজ্যের একমাত্র হোতা বাসিলকে ২০০৭ সালে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে আখ্যা দিয়েছিল উইকিলিকস।

[৪] মঙ্গলবার সংবিধান পরিবর্তন করে নিজ দলীয় এক এমপির শূন্যস্থানে তাকে মনোনয়ন দেন মাহিন্দা রাজাপাকসে। বাণিজ্য ও কেন্দ্রীয় ব্যাংকসহ প্রধান প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়াও বাসিলকে অর্থনীতিক নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেন মাহিন্দা ।

[৫] বড় ভাই চামাল রাজাপাকসে (৭৮) আগে থেকেই সেচমন্ত্রী এবং উপ-প্রতিরক্ষা মন্ত্রী। আর মাহিন্দার বড় ছেলে নামাল (৩৫) রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। সবমিলিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে রাজাপাকসে পরিবারের মুঠোয়।

[৬]গত বছরের নির্বাচনে গৌতাবা ও তার বড় ভাই মাহিন্দা বড় ব্যবধানে জয় পাওয়ার পর পাকসে পরিবারের হাতে সংবিধান পরিবর্তনের ক্ষমতা চলে আসে। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা। ২০২০ সালের ভোটে জয়লাভের পর পুনরায় প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বাসিল ভোটে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়