শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১১:২৫ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ৪৮০ জনের মাঝে আরএমপি’র ত্রাণ বিতরণ

মঈন উদ্দীন: [২] রাজশাহী মহানগরীতে ৪৮০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া ঈদগাহ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ সহায়তা প্রদান করা হয়।

[৩] প্রধান অতিথি থেকে ত্রাণ বিতরণ করেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। আরএমপি’র মানবিক সহায়তার অংশ হিসেবে ৪৮০ জনের মাঝে চাল, আটা, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করা হয়। এই কার্যক্রমে সহায়তা করেছে টিম ফার্মাসিটিক্যাল লিমিটেড।

[৪] ত্রাণ বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আমরা রাজশাহী মহানগর পুলিশ আপনাদের পাশে সব সময় আছি এবং সর্বক্ষণ পাশে থেকে আপনাদের বিপদে-আপদে সহযোগিতা করতে চাই।

[৫] তিনি আরো বলেন, কারো ইমারজেন্সি অক্সিজেনের সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা নিজেরাই আপনাদের বাড়িতে পৌঁছে দিব। এছাড়াও আপনাদের যেকোন সমস্যা আমাদেরকে জানাবেন। আমরা আইন সঙ্গতভাবে এবং আমাদের সাধ্যমত সমাধান করার চেষ্টা করব।

[৬] এসময় পুলিশ কমিশনার সবাইকে লকডাউন চলাকালীন ঘরে থাকার অনুরোধ করেন। এছাড়াও জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়