রিয়াজুর রহমান: [২] প্রতিমাসে অন্তত দুই থেকে তিনটি নিলামের আয়োজন করে চট্টগ্রাম কাস্টম হাউস। তারই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (৮ জুলাই)। এবারের নিলামে উঠছে ৫৬ লট পণ্য।
[৩] এবার সবচেয়ে বেশি নিলামে উঠছে ফেব্রিক্স পণ্য, বেবি ডায়াপার ও প্লাস্টিক হ্যাঙ্গার। এছাড়াও রয়েছে আমদানিকৃত ফল, হাইড্রোলিক এসিড, বেটারি, ওয়াশিং কেমিক্যাল, প্লাস্টিক পণ্য, ডায়েসিড (এসিড পণ্য), মাল্টিভিটামিন পাউডার, প্লাস্টিক হ্যাঙ্গার, টেক্সটাইল পণ্য, সালফিউরিক এসিড, ম্যাগাজিন, গার্মেন্টসের কাচামাল, প্লাস্টিক মেশিনারী, ক্যাবল, চামড়াজাত পণ্য, বেবি ডায়াপার, অ্যালুমিনিয়াম পাউডারসহ বিভিন্ন পণ্য।
[৪] চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যমতে, এবারের নিলামে ৯৮ রোল ফেব্রিক্স পণ্য, ১৯৮ বক্স গার্মেন্টস এক্সেসরিজ, ১২ কনটেইনার সিকিউরিটি ট্যাগ, ১৯ কেজি ফিনিশিং এজেন্ট, ২৭০ কেজি হাইড্রোলিক এসিড, ১০ পিস ব্যাটারি লিড, ৭ কেস ওয়াশিং কেমিক্যাল, ১৬২ কেজি প্লাস্টিক বোতল, ৫ হাজার ৪০ কেজি ডায়েসিড (এসিড পণ্য), ৫৭৩ কেজি মাল্টিভিটামিন পাউডার, ১২ হাজার ৪৩৪ কেজি প্লাস্টিক হ্যাঙ্গার, ৯১ কেজি টেক্সটাইল পণ্য, ১৫২ কেজি সালফিউরিক এসিড, ৩৪৮ কেজি বিএমডব্লিউ ম্যাগাজিন, ১১ হাজার কেজি প্লাস্টিক মেশিনারী, ৩৩ কনটেইনার ক্যাবল, ১ ব্যাগ টেক্সটাইল কেমিক্যাল, ১ হাজার ৪২০ কেজি ফুটওয়্যার, ৪ হাজার ১৯১ কনটেইনার বেববি ডায়াপার, ৭৬২ ব্যাগ অ্যালুমিনিয়াম পাউডার, ৫১ হাজার ২০০ কেজি মাল্টা, ২ লাখ ১০ হাজার ৯৪৪ কেজি মাল্টা, ৫৩ হাজার ৭৬০ কেজি কমলা, ৬ হাজার ৩৩৯ কেজি ফুড স্টাফ পণ্য নিলামে উঠছে।
[৫] প্রতিবারের ন্যায় এবারও এই নিলাম পরিচালনা করছে সরকারি নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কে এম করপোরেশন। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মোরশেদ গনমাধ্যমককে জানান, গত রোববার (৪ জুলাই) নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নিলামে অংশ নিতে হলে ৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও হালনাগাদ টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।
[৬] অন্যদিকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ ও টিন সার্টিফিকেটের কপি। কাস্টম হাউসের নিলাম শাখা থেকেও নিলামের দরপত্র ও ক্যাটালগ সংগ্রহ করা যাবে। ওইদিন (৮ জুলাই) দুপুর আড়াইটায় এই নিলাম কার্যক্রম শুরু হবে।
৭] কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলমের নির্দেশনায় নিলামের গতি বাড়ানো হয়েছে বলে জানিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম শাখা) মো. আল আমিন গনমাধ্যমকে জানান, আগামীকাল (৮ জুলাই, বৃহস্পতিবার) বেলা আড়াইটায় ৫৬ লট পণ্য নিলামে তোলা হচ্ছে। বন্দরে আমদানিকৃত পণ্য যথাসময়ে খালাস না করলে তা নির্দিষ্ট সময় পর নিলামে তোলা হয়। কারণ খালাস না করা পণ্যগুলো বন্দরের ইয়ার্ডগুলো দখল করে রাখে। এতে কনটেইনার জটের সম্ভাবনা থাকে। তাই আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নিলামের পরিমাণ বাড়াচ্ছি।
আপনার মতামত লিখুন :